1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অত্যাচারের স্টিমরোলার চালিয়ে সরকার টিকে আছে: বিএনপি মহাসচিব

১৯ নভেম্বর ২০২২

শনিবার সকাল সাড়ে ১১টায় সিলেটে সমাবেশ শুরু করে বিএনপি৷ পরিবহণের ধর্মঘটের পাশাপাশি মোবাইল ইন্টারেনেট না থাকায় ভোগান্তিতে নগরবাসীসহ বিভিন্ন জায়গা থেকে আসা মানুষ৷

https://p.dw.com/p/4Jm1M
বিএনপির নেতাদের অভিযোগ, পরিবহণ ধর্মঘটের মতো ইন্টারনেটের গতিও সরকারের নির্দেশে কমিয়ে দেয়া হয়েছে
বিএনপির নেতাদের অভিযোগ, পরিবহণ ধর্মঘটের মতো ইন্টারনেটের গতিও সরকারের নির্দেশে কমিয়ে দেয়া হয়েছেছবি: Mamun Hossain/DW

শনিবার পরিবহণ ধর্মঘট থাকায় এক দিন আগেই সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা৷ দলের চেয়ারপার্সনও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সম্মানে একটি চেয়ার ফাঁকা রাখা হয়৷

জেলাবিএনপিরসভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্ব করেন এই সমাবেশে৷ স্বাগত বক্তব্য রাখেন মহানগর মহিলা দলের সভাপতি রোকসানা বেগম শাহনাজও৷ সমাবেশে মোট ৫৬ জন বক্তব্য রাখেন৷ সম্প্রতি দেশে বিভিন্ন সমাবেশ ও বিক্ষোভে নিহত পাঁচ নেতা-কর্মীর ছবি রাখা ছিল সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠের গণসমাবেশে৷

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবারের সভায় বক্তব্য রাখার সময় বলেন, এই আন্দোলনে ‘বিজয়’ ছাড়া মানুষ ঘরে ফিরবে না। তিনি বলেন, “আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব।” 

তার কথা., “হুমকি দেয় যে, খেলাফতে মজলিশের মতো অবস্থা হবে, হেফাজতের মতো অবস্থা হবে। হুমকি দিয়েছেন প্রধানমন্ত্রী যে, আমরা যদি কোথাও আন্দোলন করতে যাই তাহলে হেফাজতের মতো অবস্থা হবে। আমি পরিষ্কার করে বলতে চাই, এবার মানুষ জেগে উঠেছে, এবার ওই সব হুমকি-ধমকি দিয়ে কোনো লাভ হবে না। এই মানুষ এই যে ঘর থেকে বেরিয়ে এসেছে, আর ঘরে ফিরবে না।” 

তিনি আরো বলেন, বর্তমান সরকার ১০ টাকায় চাল খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল৷ কিন্তু সেই চালের দাম এখন ৭০ টাকা, ৮০ টাকা৷ তিন কোটি মানুষ বেকার হয়েছে৷ অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার চালিয়ে ভোটের অধিকার কেড়ে নিয়ে সরকার টিকে আছে বলে অভিযোগ করেন তিনি৷ বলেন,  ‘‘গত ১৪ বছর ধরে এই দেশে অত্যাচারের স্টিমরোলার চালিয়ে শেখ হাসিনা ও তার সরকার বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুড়িতে আবারও পরিণত করেছে৷’’ আওয়ামী লীগ সরকার নির্বাচিত নয় দাবি করে তিনি বলেন, ‘‘এই সরকারের বিচার হবে জনতার আদালতে৷... দেশের স্বাধীনতাকে হরণ করার জন্য হাসিনা সরকারের বিচার হবে জনগণের আদালতে৷’’

বিএনপি মহাসচিবের কথায়, ‘‘এই যে মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছে আর তারা ঘরে ফিরবে না৷ আমাদের লক্ষ্য একটাই আমরা আমাদের হারিয়ে যাওয়া অধিকারকে ফিরিয়ে নিব৷ আমাদের ভোটের অধিকারকে আমরা ফিরিয়ে নিব৷ আমাদের সরকার আমরা তৈরি করতে চাই, জনগণ তৈরি করতে চায়৷ আমার ভোট আমি দেব৷’’

বিএনপিরনেতাদের অভিযোগ, পরিবহণ ধর্মঘটের মতো ইন্টারনেটের গতিও সরকারের নির্দেশে কমিয়ে দেয়া হয়েছে৷ ফেসবুক পেজসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে বিএনপির সমাবেশ সরাসরি সম্প্রচার করা না যায় এবং যোগাযোগের অ্যাপগুলো ব্যবহার করা না যায় সেজন্য এমনটা করা হয়েছে বলে দাবি করেন তারা৷ যদিও তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘‘আমরা বিএনপিকে দমন করার নীতি অবলম্বন করিনি৷ আমরা যখন ক্ষমতায়, তখন তারা (বিএনপি) যেন সুন্দরভাবে সমাবেশ করতে পারে, সেই ব্যবস্থাই সরকার সব সময় নিয়েছে৷''

বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছিল, ‘‘শনিবার সকাল থেকে কোনো বাস সিলেট থেকে ছেড়ে যায়নি এবং সিলেটে আসতে পারেনি; ধর্মঘট চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত৷ ধর্মঘটের ভোগান্তির মধ্যেই সকাল থেকে মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে পারেননি নগরীর গ্রাহকরা৷’’

সিলেটে বিএনপির সমাবেশ
সিলেটে বিএনপির সমাবেশছবি: Mamun Hossain/DW

মহানগর পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ জানান, সমাবেশকে ঘিরে কড়া নজর রেখেছিল পুলিশ৷ মাঠে ১৯টি চেকপোস্ট বসানো ছিল৷ চারটি ভ্রাম্যমাণ দলসহ পুলিশের একাধিক দল সুরক্ষা ব্যবস্থা বজায় রাখতে কাজ করছে৷

বিএনপি জানিয়েছে, জ্বালানি তেল, নিত্যপ্রয়োজনীয় জিনিস, গ্যাস বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, দুর্নীতি এবং অপশাসন রুখতে, গুম খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে এই সমাবেশের ডাক দিয়েছিল তারা৷

সিলেটে বিএনপির গণসমাবেশের দিন পরিবহণ ধর্মঘটের কারণে অল্প সংখ্যক যান চলাচল করায় ভাড়া বেশি নেয়া হচ্ছে বলে অভিযোগ জানান নিত্যযাত্রীরাও৷

আরকেসি/এফএস (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, প্রথম আলো,সমকাল)